সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়, যা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এসময় বহু বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া, যার গভীরতা ছিল মাটি থেকে পাঁচ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এই কম্পনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা এবং অন্যান্য কিছু অঞ্চলে অনুভূত হয়। এর আগে, ১১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি দিল্লিতে ভূমিকম্প হয়েছিল।
ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে পোস্ট করে সবাইকে আফটারশকের জন্য সতর্ক থাকার পরামর্শ দেন এবং জানিয়েছেন, কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।